raising sylhet
ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৭, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা দিতে বাড়তি একটি সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা।

ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা ‘স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম’-এর (এসডিএস) আওতায় ভিসার আবেদন করতে পারতেন। তবে, এখন থেকে আর সেই সুবিধাটি থাকছে না।

স্টুডেন্ট ভিসার আবেদনে আগ্রহী করতে ২০১৮ সালে এসডিএস প্রোগ্রাম চালু করেছিল কানাডা।এসডিএসের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণের সুযোগ ছিল বেশি। সেই সঙ্গে এক্ষেত্রে ভিসার প্রক্রিয়াও ছিল দ্রুত।

এর আওতায় এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পেরু, ফিলিপাইন, সেনেগাল, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভিয়েতনামের শিক্ষার্থীরাও আবেদন করতে পারতেন।

Advertisements

কানাডা সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, সবার জন্য একই ধরনের ব্যবস্থা থাকবে। একেবারে একটা স্বচ্ছ ব্যবস্থা থাকবে এখানে। নাইজেরিয়া পড়ুয়াদের জন্য নাইজেরিয়া স্টুডেন্ট এক্সপ্রেস চালু ছিল। সেই ব্যবস্থাকেও বাতিল বলে ঘোষণা করা হচ্ছে।

এ বিষয়ে কানাডা সরকার তাদের ওয়েবসাইটে বলেছে, তারা সব দেশের শিক্ষার্থীদের সমান সুযোগ দেওয়ায় বিশ্বাসী।

তবে ৮ নভেম্বর স্থানীয় সময় ২টার মধ্যে যারা আবেদন করেছেন তারা এসডিএসের আওতায় ভিসার সুবিধা পাবেন। তারপর থেকে আর এই ব্যবস্থা কাজে দেবে না, অন্যদের মতো একই পদ্ধতিতে আবেদন করতে হবে।

৬১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।