সুরমা মার্কেটস্থ ভিআইপি রোডে দি নূরজাহান রেস্টুরেন্টের নতুন আঙ্গিনায় যাত্রা শুরু।
‘সৎ পথে ব্যবসা-বানিজ্য করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়’
সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ ভিআইপি রোডে দি নূরজাহান রেস্টুরেন্টের নতুন আঙ্গিনায় যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে গত রোববার (২৯ সেপ্টেম্বর) বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মুফতি রশিদুর রহমান ও ক্বারী মাওলানা মুখতার আহমদ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দি নূরজাহান রেস্টুরেন্টের পরিচালক মো. মোশাররফ হোসেন, মো. মাহমুদুল আলম, আলী আহমদ তাজ, ইফতেখার উদ্দিন ও তানভীর আহমদ শাকিল। এসময় বক্তারা বলেন, সৎ পথে ব্যবসা-বানিজ্য করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মানুষকে হালাল খাবার খাওয়ানো একটি ইবাদত। ইসলামে সৎ ব্যবসায়ীদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তাই প্রত্যেক ব্যবসায়ীর উচিত মুনাফাকে প্রাধান্য না দিয়ে মানুষের সেবার উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করা।
বক্তব্যে দি নূরজাহান রেস্টুরেন্টের পরিচালক মো. মোশাররফ হোসেন বলেন, কিছুদিন পূর্বে আমরা মক্কা-মদিনা রেস্টেুরেন্টের যাত্রা শুরু করেছি এখন আবারো নতুন করে দি নূরজাহান রেস্টুরেন্ট শুরু করেছি। আমরা ক্রেতাদের মনোরম পরিবেশে উত্তম খাবার পরিবেশের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।