ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সূর্যকুমারের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান, আইসিসির কাছে শাস্তির দাবি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- এশিয়া কাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের এক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করেছে, সূর্যকুমারের বক্তব্য ছিল রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সংবেদনশীল, যা খেলাধুলার নীতিমালার পরিপন্থী।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘সামা টিভি’ জানিয়েছে, দুবাইয়ে অনুষ্ঠিত এক আইসিসি সভায় পিসিবি আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করেছে এবং সূর্যকুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এশিয়া কাপে দায়িত্বপ্রাপ্ত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবিও জানায় তারা। যদিও রেফারির দুঃখ প্রকাশের পর সেই অভিযোগ প্রত্যাহার করে নেয় পিসিবি।

ঘটনার সূত্রপাত হয় ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে, যেখানে ভারত ৭ উইকেটে জয় পায়। ম্যাচ শেষে দুই অধিনায়কের করমর্দন না হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে জানানো হয়, ম্যাচ রেফারির নির্দেশেই ওই সময় করমর্দন হয়নি এবং এটি ছিল একটি ‘ভুল বোঝাবুঝি’।

তবে বিতর্কের আগুনে ঘি ঢালে সূর্যকুমারের এক মন্তব্য। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জীবনের কিছু বিষয় খেলাধুলার চেয়েও বড়। আমাদের সরকার এবং ক্রিকেট বোর্ড একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল। আমরা মাঠে ওদের (পাকিস্তান) জবাব দিয়েছি।”

তিনি আরও বলেন, “পেহেলগামের হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের পাশে আমরা আছি। এই জয় উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের, যারা ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নিয়েছেন। তারা সবসময় আমাদের প্রেরণা জোগান।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে অধিকাংশ ভারতীয় ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত একটি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ নামক একটি অভিযান চালায়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।