ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে বিজয়স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সং ঘ র্ষ, আহত ১০

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৬, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে বিজয়স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এতে দুপক্ষের কমপক্ষে বিএনপির ও অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতিতে বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেওয়ার জন্য সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে ফুল দেন। পরে সকাল ১১টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল গ্রুপের নুর এ ইয়াছিন নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

৭৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।