raising sylhet
ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সোয়া তিন কোটি টাকার ভারতীয় পোশাকসহ কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান জব্দ

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৪, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রায় সোয়া তিন কোটি টাকার ভারতীয় পোশাকসহ করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই দিন ভোরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে গাড়িটি জব্দ করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ড ভ্যানে করে ভারতীয় পোশাকের একটি বড় চালান ঢাকা যাচ্ছিল। খবর পেয়ে বিজিবি লালমনিরহাট সদর ব্যাটালিয়নের একটি দল সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৬৬ পিস ভারতীয় শাড়ি, এক হাজার প্যান্টের পিস এবং এক হাজার ৪৭৯টি পাঞ্জাবি পাওয়া যায়। যার দাম আনুমানিক তিন কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা। উদ্ধারকৃত পোশাক লালমনিরহাট কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৪১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।