raising sylhet
ঢাকাশুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদিআরব প্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৪, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

সৌদিআরব প্রবাসী হাফেজ আব্দুস শাকুর (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ফতেহপুর ইউনিয়নের দলইপাড়া এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে।

শুক্রবার সকাল ১০টায় প্রতিপক্ষের হামলায় ওই ব্যক্তি নিহত হন।

Advertisements

জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, নিহত আবদুস শাকুরের সঙ্গে দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী বদরুল ইসলাম ও নজরুল ইসলামের। তাদের উভয় পক্ষের মধ্যে মামলাও চলছে। গতকাল শুক্রবার সকালে নিহত শাকুর বিরোধপূর্ণ জায়গায় আনারসের চারা লাগাতে গেলে নজরুল ও বদরুল বাঁধা দেন। এসময় উভয় পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ালে প্রতিপক্ষের লাঠির আঘাতে শাকুর নিহত হন।

২০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।