ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি’র সঙ্গে মিল রেখে মাদারীপুরে ঈদুল আজহা উদযাপন

rising sylhet
rising sylhet
জুন ৬, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরে ঈদুল আজহা উদযাপন করেছেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা। শুক্রবার (৬ জুন) সকালে জেলার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের জামাত পরিচালনা করেন স্থানীয় মৌলভী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

প্রায় দেড়শ’ বছর ধরে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদুল আজহা পালন করেন।

সুরেশ্বর দরবার শরীফের একজন মুরিদ দেওয়ান বলেন, ‘আমাদের পীর হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহ.)-এর দেখানো পথ অনুসরণ করে দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সময় অনুযায়ী ঈদ উদযাপন করে আসছি। তাল্লুক গ্রামে জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে কয়েকশ’ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।