রাইজিংসিলেট- সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরে ঈদুল আজহা উদযাপন করেছেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা। শুক্রবার (৬ জুন) সকালে জেলার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের জামাত পরিচালনা করেন স্থানীয় মৌলভী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
প্রায় দেড়শ’ বছর ধরে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদুল আজহা পালন করেন।
সুরেশ্বর দরবার শরীফের একজন মুরিদ দেওয়ান বলেন, ‘আমাদের পীর হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহ.)-এর দেখানো পথ অনুসরণ করে দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সময় অনুযায়ী ঈদ উদযাপন করে আসছি। তাল্লুক গ্রামে জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে কয়েকশ’ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।