ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

বুধবার(১৭ ডিসেম্বর) রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে রাত ১টা ১১ মিনিটে এই ভূকম্পন সংঘটিত হয়। মাটি থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি ছিল বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

ভূমিকম্পের পাশাপাশি ওই অঞ্চলে বর্তমানে আবহাওয়াও বেশ খারাপ যাচ্ছে। প্রদেশটিতে আগে থেকেই বৈরী আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য বুধবার পর্যন্ত টানা তিন দিন সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে সরাসরি ক্লাসে না গিয়ে বিকল্প উপায়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সূত্র হিসেবে সৌদি গ্যাজেট এই খবরটি সবার সামনে তুলে ধরেছে।

ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারেক আবু আল খলিল জানান ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কম্পনটির মাত্রা কম থাকায় কোনো ঘরবাড়ি বা স্থাপনার ক্ষতি করতে পারেনি বলে জানা গেছে। ইরানের জাগরোস পর্বতমালায় টেকনোটিক প্লেটের চাপের কারণে এই কম্পন সৃষ্টি হয়েছে। এই চাপের ফলে সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের মাটির নিচে থাকা ফল্টগুলো সক্রিয় হতে পারে। এর ফলে ওই অঞ্চলে মাঝে মাঝে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।