
রাইজিংসিলেট- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে দেশের স্যাটেলাইট নির্ভর সম্প্রচারে প্রতিদিন কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটতে পারে।
এই সময়টিতে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিটের মধ্যে বিভিন্ন মেয়াদে সিগনাল ড্রপ বা দুর্বলতা দেখা দিতে পারে। সবচেয়ে দীর্ঘ বিঘ্নের সম্ভাবনা রয়েছে ২ ও ৩ অক্টোবর (প্রায় ১৩ মিনিট)। অন্যান্য দিনগুলিতে বিঘ্নের সময়সীমা ৩ থেকে ১২ মিনিট পর্যন্ত হতে পারে।
বিএসসিএল বলেছে, সৌর ব্যতিচার হলো একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা প্রতিবছর দুইবার ঘটে। এটি তখনই ঘটে যখন সূর্য, উপগ্রহ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, ফলে সূর্যের অতিরিক্ত তেজস্ক্রিয়তা উপগ্রহের সংকেতে প্রভাব ফেলে।
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবায় ব্যবহৃত হচ্ছে। এই সময়টিতে প্রযুক্তিগত সতর্কতার পাশাপাশি বিকল্প প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট সম্প্রচার প্রতিষ্ঠানগুলোকে আগাম সতর্ক করা হয়েছে।
বিএসসিএল জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তাও প্রদান করবে।