ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৫, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আজকের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে তিন হাফসেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে টাইগ্রেসরা ২৭৬ রান করে। যা ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ দলীয় রান।

এদিন, টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটসম্যান শুরুটা ভালোই করে।

এই দুই টাইগ্রেস ব্যাটার বিদায় নিলে ইনিংসের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৩৯ বল খেলে এদিন নিজের সপ্তম অর্ধশতক পূর্ণ করেন তিনি। সেই সাথে ৫৯ বল খেলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইনিংস শেষ করেন তিনি।

 

দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে সোবাহানা মোস্তারি ৯ রান, রিতু মনির ব্যাট থেকে আসে ১২ রান। শেষ দিকে ফাহিমা খাতুন ২২ বল খেলে ২৬ রান করে দ্রুত রান তোলায় সহায়তা করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান করে।

 

ওপেনিং জুটিতে নেমে ইশমা তানজিম ও পিংকি মিলে দলীয় ৩৫ রান যোগ করেন। নবম ওভারে এসে চ্যাটার্জির বলে ২৯ বল খেলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার ইশমা। এরপর ব্যাট হাতে দলের রানের হাল ধরেন শারমিন আক্তার ও ফারজানা হক পিংকি। তারা দেখে শুনে রানের গতি বাড়াতে থাকেন। শারমিন ৫১ বল এবং ফারজানা ৬৭ বল খেলে নিজেদের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শারমিন করেন ৭৯ বল খেলে ৫৭ রান এবং পিংকি ৮৪ বল খেলে ৫৭ রান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।