ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

rising sylhet
rising sylhet
এপ্রিল ৭, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। উচ্চ শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তাই শিক্ষার্থীদের স্মার্ট, চিন্তাশীল ও মনোযোগী হতে হবে।

 

রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের হাতে এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড ও শিক্ষা উপকরণ বিতরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

 

পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আরও বলেন, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে পাঠ্যবইয়ের আলোকে প্রতিটি বিষয়কে গুরুত্বসহকারে রিভিশন দিতে হবে। পাশাপাশি যেসকল বিষয়ে নিজের দুর্বলতা রয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে বিশেষ পরামর্শ ও সহায়তা নিতে হবে।

 

তিনি শিক্ষার্থীদের সুস্থতা ও পড়াশুনাসহ সার্বিক বিষয়ে বিশেষ যত্ন নেওয়ার নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইংরেজি বিভাগের প্রভাষক মুহিয়ারা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক প্রভাষক সাইফুর রহমান।
অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।