• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৯, ২০২৩
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজের ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে কলেজের অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থী অন্নি দাশ ও জান্নাতুল মাওয়া নিশির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং আসন্ন পরীক্ষা উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ রাজন সরকার। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. নিজাম উদ্দিন, আইসিটি বিভাগের প্রধান প্রভাষক আবু সায়েম আহমেদ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ফিমা আক্তার বিথী ও ফাইজা ইমতিয়াজ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়রা ইসলাম ও আবু বকর সিদ্দিক ইকবাল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রত্যয় রায় চৌধুরী ও জান্নাতুল নাঈম অদ্রি।
এসময় কলেছের শ্রেণিশিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

২১ বার পড়া হয়েছে।