raising sylhet
ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

rising sylhet
rising sylhet
মার্চ ১৭, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, আমরা গর্বিত কারণ একজন বঙ্গবন্ধুর জন্ম এদেশে হয়েছিল। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। যিনি এ ভূখণ্ডের স্বাধীন স্বীকৃতি আনায় নেতৃত্ব দিয়েছেন। তাঁর স্বপ্ন ও সহস্র ত্যাগ তিতিক্ষা বিশ্বের যেকোনো প্রান্তের নিপীড়িত মানুষের জন্য সুমহান দৃষ্টান্ত ও চিরদিনের প্রেরণা। জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শিশুদের জন্য কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি।
রবিবার (১৭ মার্চ) স্কলার্সহোম মেজরটিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কলেজের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও প্রভাষক আন্নামা চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ জ্যেষ্ঠ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বঙ্গবন্ধু নিয়ে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী অংকুর দাশ ও নবম শ্রেণির শিক্ষার্থী অনন্যা সূত্রধর অহনা। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ, প্রাইমারি শাখার শিক্ষিকা তমালিকা তালুকদার ও প্রাইমারি শাখার দ্বায়িত্বরত ভাইস প্রিন্সিপাল নাহিদা খান।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক উসমান গণী। আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এতে বিভিন্ন বিভাগের প্রভাষক ও শিক্ষক, প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষায় ছিলেন প্রভাষক আমিনুল ইসলামের নেতৃত্বে বিএনসিসি এর ক্যাডেটবৃন্দ।

১৯০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।