• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

স্কাউটসের সিলেট অঞ্চলের উপ কমিশনার হলেন আসাদ উদ্দিন

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৩
স্কাউটসের সিলেট অঞ্চলের উপ কমিশনার হলেন আসাদ উদ্দিন

স্কাউটসের সিলেট অঞ্চলের উপ কমিশনার হলেন আসাদ উদ্দিন,বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, প্রাক্তন স্কাউটার আসাদ উদ্দিন আহমদ।

 

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান আসাদ উদ্দিনকে এ দায়িত্ব অর্পণ করেন।মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে আসাদ উদ্দিন আহমদের হাতে এ সদন তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এসময় বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার পড়া হয়েছে।