সিলেট জেলার ১৩টি উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা বিকাশের লক্ষ্যে সিলেটের চাইনিজ মার্শাল আর্ট একাডেমি আয়োজিত কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। সোমবার থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।
চীন থেকে উচ্চতর প্রশিক্ষণ ও সনদ প্রাপ্ত প্রশিক্ষক, প্রকল্প প্রধান পরিচালক, প্রশিক্ষক এবং চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মহিলা প্রশিক্ষক সহ আয়োজক প্রতিষ্ঠানের অন্যান্য প্রশিক্ষকরা পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ দেবেন।
৩ ফেব্রুয়ারি জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলার প্রতিটি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখা পাশাপাশি বিক্তিগত নিরাপত্তা সুরক্ষা বিবেচনা এনে স্বাস্থ্য সুরক্ষা ও আত্মরক্ষার মার্শাল আর্টের উন্নতমানের ১৬ টি কলাকৌশল প্রশিক্ষণ প্রদান করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের শিক্ষার্থীদের এই কর্মশালায় অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা শুধু নিজের আত্মরক্ষা নয়, বরং মার্শাল আর্টের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করে আত্মপ্রত্যয়ী হবে।