
জাতীয় দলের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছেন নেইমার জুনিয়র। ইনুজির কারণে আনচেলত্তির স্কোয়াডে জায়গা পাচ্ছেন তিনি। তাই বিশ্বকাপে নেইমার থাকবে কিনা এই প্রশ্নের মুখোমুখি হতে বার বার পড়তে হয়েছে আনচেলত্তিকে। তবে এবার নেইমার ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
ইতালিয়ান কোচ বলেন, আমি জানি, আপনারা নেইমারকে নিয়ে খুবই আগ্রহী। কিন্তু মনে রাখতে হবে, এখন ডিসেম্বর, বিশ্বকাপ শুরু হবে জুনে। মে মাসে যখন আমি স্কোয়াড ঘোষণা করবো, তখন যদি নেইমার যোগ্য প্রমাণিত হয়, ফিট থাকে, অন্যদের সমান বা তাদের চেয়েও ভালো থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। বিষয়টি খুবই সরল।
শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপ ড্র শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনচেলত্তি।
প্রতিপক্ষ নিয়ে তিনি বলেন, ব্রাজিলের গ্রুপটি মোটেই সহজ নয়। মরক্কো গত বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, স্কটল্যান্ডও শক্ত ও অভিজ্ঞ দল। তাই নকআউটে উঠতে হলে শুরু থেকেই সেরা প্রস্তুতি দরকার।
এ মৌসুমে সান্তোসের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন নেইমার। করেছেন ৮ গোল ও ১টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বেও তার পারফরম্যান্স ছিলো উল্লেখযোগ্য, ৪ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট।
‘সি’ গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই গ্রুপে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।