• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

স্টেডিয়ামে জোরপূর্বক প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এক যুবকের হাতাহাতি

risingsylhet.com
প্রকাশিত মার্চ ২০, ২০২৩

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড খেলা চলছিলো ।জোরপূর্বক প্রবেশ করতে চেয়েছিলো সাকিব নামের এক যুবক । কর্তব্যরত পুলিশের সঙ্গে ঐ যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২০ মার্চ) বিকেল পাঁচটার দিকে স্টেডিয়ামের ৪র্থ গেইটে এই ঘটনা ঘটে। পরে ওই যুবককে আটক করে পুলিশ।

সিলেট এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাকিবকে  আটক করা হয়েছে।

এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। সাকিবের ঠিকানা এখনও জানা হয়নি।

১৪ বার পড়া হয়েছে।