বিয়ের মাত্র ৩৩ দিনের মাথায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
নিহত গৃহবধূর নাম বৃষ্টি (২১)। তিনি সদর উপজেলার চওড়া আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা আলাউদ্দীনের মেয়ে। গত ৬ মে পারিবারিকভাবে তার বিয়ে হয় ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়ার বাসিন্দা নুর নবী ইসলামের (২৫) সঙ্গে।
সোমবার (৯ জুন) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার সকালে নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বৃষ্টির বড় ভাই মাজিদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই বোনের সঙ্গে স্বামীর ঝগড়া চলছিল। এসব বিষয়ে সে আমাদের জানাত। আজ সকালে তাদের আমাদের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ বোনের মৃত্যুর খবর পাই। গিয়ে দেখি, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বৃষ্টিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। উচ্চতায় খাটো হওয়ায় প্রায়ই তাকে অপমান করা হতো বলেও অভিযোগ তাদের।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে। তবে নুর নবীর পরিবারের দাবি, বৃষ্টি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বৃষ্টির পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার রাত আটটার দিকে স্বামী নুর নবীকে আটক করেছে পুলিশ।