ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙতে যৌতুক দাবি, ভাবীর সঙ্গে পরকিয়া শেষমেশ হত্যা

rising sylhet
rising sylhet
মার্চ ১৭, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- এলাকাবাসী এলাকায় একটা সুন্দর পরিবেশ চায়, যেখানে থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের মানুষ সম্মানের দৃষ্টিতে দেখবে। আজ শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২ টায় উপজেলার জয়ন্তী হাজরা গ্রামের কলমিপাড়ায় মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেয়। এ সময় তারা পরকিয়ায় বাধা দেয়ায় নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী ইমরানের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। কুষ্টিয়ার খোকসায় গৃহবধূর হত্যায় অভিযুক্ত স্বামীর গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা যায়, প্রায় তিন বছর আগে জয়ন্তী হাজরা ইউনিয়নের গোসাইডাঙী গ্রামের আজগর বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাসের সঙ্গে কলমিপাড়ার মৃত রহমত আলীর মেয়ে জহুরা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর জহুরা খাতুন স্বামীর বিরুদ্ধে ভাবীর সঙ্গে পরকিয়া সর্ম্পকের অভিযোগ তোলেন। নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙতে ইমরান ১০ লাখ টাকা যৌতুক দাবিতে জহুরার উপর নির্যাতন চালাতে থাকেন।

এদিকে গত ৮ মার্চ সন্ধ্যায় শ্বশুরবাড়িতে জহুরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন জহুরার ভাই মনিরুজ্জামান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। খোকসা থানার ওসি মো. সৈয়দ আশিকুর রহমান জানান, মামলার পর থেকে ইমরান পলাতক রয়েছে। তবে অভিযুক্ত অপর আসামি নিহতের শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।

১১২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।