রাইজিংসিলেট-স্ত্রী তার স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা, বুধবার (১১ জানুয়ারি) রাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পাশের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন তার স্ত্রী। পরে ভেতর থেকেই আঞ্জুমান আরা তাকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে দেন। এ অবস্থা দেখে দরজা ভেঙে স্ত্রীকে ফ্যান থেকে নামিয়ে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কতর্ব্যরত চিকিৎসক আঞ্জুমান আরাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর ডেমরার ভুট্টো চত্বর এলাকায় আঞ্জুমান আরা আঁখি (২১) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আঞ্জুমানের স্বামীর দাবি, দাম্পত্য কলহের জেরে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানায়, ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। আঞ্জুমান আরার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
আঞ্জুমান আরা স্বামীর সঙ্গে ডেমরার ভুট্টো চত্বর সংলগ্ন কটি বাড়িতে ভাড়া থাকতেন। সাইফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।