raising sylhet
ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের দায়ে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

rising sylhet
rising sylhet
মার্চ ২৭, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- ২০০৮ সালে তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবদুস সবুরের মেয়ে শিউলি খাতুনের সঙ্গে একই উপজেলার চাঁদকাটি গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে মোস্তফা বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের সময় মোস্তফা বিশ্বাসকে যৌতুক হিসেবে ২০ হাজার টাকার মালামাল দেওয়া হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই মোস্তাফা ও তাঁর বাবা আমজাদ বিশ্বাস বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা ও তিন ভরি সোনার গয়না আনার জন্য শিউলিকে চাপ সৃষ্টি করেন। শিউলি বিষয়টি তাঁর বাবাকে জানান। বাপের বাড়ি থেকে টাকা ও সোনার গয়না আনতে না পারায় শিউলিকে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর। একপর্যায়ে শিউলি অসুস্থ পড়লে তাঁকে বাড়িতে নিয়ে যান আবদুস সবুর।

মামলার বিবরণ থেকে আরও জানা যায়, ২০০৯ সালের ১৬ জুলাই ভোরে মোস্তফা তাঁর বাবা আমজাদ বিশ্বাসকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। এরপর আবদুস সবুর জামাতা, বেয়াই ও মেয়েকে বাড়িতে রেখে একজনের কাছ থেকে টাকা আনতে যান। ওই দিন সকাল আটটার দিকে ভাই আবদুল গফুর মুঠোফোনে আবদুস সবুরকে জানান শিউলিকে ঘরের মধ্যে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় মোস্তফাকে আটক করেছেন স্থানীয় লোকজন। পুলিশ মোস্তফাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

Advertisements

তবে ময়নাতদন্ত প্রতিবেদনে শিউলিকে শ্বাস রোধ করে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় আবদুস সবুর বাদী হয়ে জামাতা মোস্তফা বিশ্বাস ও বেয়াই আমজাদ বিশ্বাসের নাম উল্লেখ করে ২০০৯ সালের ৪ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মোস্তফা বিশ্বাসকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার সে সময়ের উপপরিদর্শক লুৎফর রহমান ২০০৯ সালের ১৬ অক্টোবর এজাহারভুক্ত বাবা ও ছেলের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি ও ১০ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে আসামি মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে স্ত্রী শিউলি খাতুনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

৯৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।