ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

স্থগিত সিলেটে এইচএসসি পরীক্ষার নতুন সময়-সূচি

rising sylhet
rising sylhet
জুলাই ২, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে  সিলেট শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া ৪ বিষয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিষয়গুলোর পরীক্ষা ১৩, ১৮, ২০ ও ২২ আগস্ট  অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানান,  স্থগিত ৪ বিষয়ের পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী হওয়ার কথা ছিলো ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।

তিনি আরও জানান, আগের রুটিনে ৯ জুলাই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা। এখন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়েই  সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিবেন।।

১৩৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।