রাইজিংসিলেট- স্থানীয় সরকার নির্বাচন এখন থেকে দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।”
এই সিদ্ধান্তের ফলে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা দলীয় প্রতীক ছাড়াই অংশ নিতে পারবেন, যা নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
একই বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর মাইলস্টোন স্কুল ট্রাজেডিতে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।