বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন। মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকারের আমন্ত্রণে মালয়েশিয়া গেছেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ও স্পিকারের সহকারী একান্ত সচিব (উপসচিব) মো. জসিম উদ্দিন কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। কুয়ালালামপুর সফর শেষে স্পিকার আগামী ৭ জুলাই দেশে ফিরবেন।
এ সফরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকার তান শ্রী জোহরি আব্দুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
১৪২ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।