
রাইজিংসিলেট- স্বাধীনতা দিবসে মাংস বিক্রি নিষিদ্ধ: ভারতে রাজনৈতিক বিতর্ক। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন পৌরসভার কসাইখানা ও মাংসের দোকান এক দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সমালোচকরা একে নাগরিকদের খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
হায়দরাবাদে, অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা সংবিধানবিরোধী এবং মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, পুষ্টি ও ধর্মীয় অধিকারে আঘাত।
মহারাষ্ট্রে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং শিবসেনার নেতা আদিত্য ঠাকরেও এর বিরোধিতা করেন। আদিত্য বলেন, খাবার পছন্দ নির্ধারণ পৌর কমিশনারের কাজ নয় এবং তিনি কমিশনারকে বরখাস্ত করার দাবি জানান।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা সরকারিভাবে নয়, বরং স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত।
এই ঘটনার মাধ্যমে ভারতের মতো বহু সংস্কৃতির দেশে ব্যক্তি স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।