raising sylhet
ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা স্কোয়াড” এর উদ্যোগে অসহায়দের মধ্যে সেলাই মিশন বিতরণ

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৯, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “স্বাধীনতা স্কোয়াড” এর উদ্যোগে নগরীর ৪নং ওয়ার্ডে অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাধীনতা স্কোয়াডের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা স্কোয়াডের প্রধান উপদেষ্টা ওমর মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ যা তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো দরিদ্র ও অসহায় ব্যক্তিদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা এনে দেয়। নিম্ন আয়ের মানুষের জন্য এটি একটি কার্যকরী সহায়তা, যা তাদের জীবিকার পথ সুগম করে।

Advertisements

উপস্থিত ছিলেন, স্বাধীনতা স্কোয়াডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান, মমি, নীপা, প্রচার সম্পাদক নেহা ইসলাম, ইন্তিয়া, সাদিয়া, সানজিদা, নিলয় আহমদ, হালিম, মুক্তাদির, রুমি, মো. আলামিন, নাহিদ, নাজমুল, শরীফ, সাকিব, ডলি, ফাহিমা, সামির আহমেদ, সুহানা, রাতুল প্রমুখ।

৩২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।