চলতি বছরের শুরুতেই সুনীতা জানিয়েছিলেন, স্বামী গোবিন্দর থেকে আলাদা থাকেন তিনি।১৯৮৭ সালের ১১ মার্চ সুনীতা আহুজাকে ভালোবেসে বিয়ে করেন বলিউড অভিনেতা গোবিন্দ। এরপর থেকে সুখের সংসার তাদের। বলিপাড়ায় পাওয়ার কাপলও বলা হয় এই তারকা দম্পতিকে।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়টি স্রেফ গুজব জানিয়ে তিনি বলেন, এই পৃথিবীতে কেউ আমাকে আর গোবিন্দকে আলাদা করতে পারবেন না। আমাদের মধ্যে মজা এবং রসিকতা চলতেই থাকে।
সুনীতা আরও বলেন, এমন প্রচুর লোক আছেন, যারা আমাদের ঘর ভাঙতে চান। কিন্তু আমি কিছুতেই ঘর ভাঙতে দেব না। আমি সেই লোকেদের কিছুতেই জিততে দেব না। জয় শুধু আমারই হবে। এর কারণ, সাঁইবাবা আমার সঙ্গে আছেন।
অভিনেতার স্ত্রীর কাছ থেকে এমন বক্তব্যের পর নেটিজেনদের চর্চা তুঙ্গে। অনেকেই ভাবছেন হয়তো বিচ্ছেদ হয়ে যাবে গোবিন্দ-সুনীতার। অবশেষে বিষয়টি নিয়ে মুথ খুলেছেন সুনীতা।
এদিকে সমালোচকদের নিজের স্বামীদের খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন অভিনেতার স্ত্রীর। এ প্রসঙ্গে তিনি বলেন, যে যার স্বামীকে নিজেদের হাতে রাখতেও অনুরোধ করেছেন। অন্যের জীবন নিয়ে এত চিন্তা না করাই ভালো বলে মনে করেন তিনি।