ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্বামী-স্ত্রীর ঝগড়ায় একত্রিত গ্রামবাসী

rising sylhet
rising sylhet
এপ্রিল ৬, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- কিশোরগঞ্জে গলা কাটা অবস্থায় স্বামী-স্ত্রীকে  উদ্ধার করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ ভরাটি গ্রামে নিজ বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ ভরাটি গ্রামের এই স্বামী-স্ত্রী হলেন কৃষক মোস্তাকিম (২২) ও তার স্ত্রী সোনিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজ বাড়িতে ঝগড়ায় লিপ্ত হন মোস্তাকিম ও স্ত্রী সোনিয়া। এক পর্যায়ে তারা ছুরি দিয়ে একে অপরের গলায় আঘাত করেন। তাদের চিৎকারে বাড়ির লোকজন দরজা খোলে ভেতরে গিয়ে তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহে রেফার্ড করেন।

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।