raising sylhet
ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামী-স্ত্রীর ঝগড়া, সালিশে খুঁটিতে বেঁধে নির্যাতন, অভিমানে আত্মহত্যা

rising sylhet
rising sylhet
এপ্রিল ১০, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- গত শনিবার রাতে ভোলার পূর্ব ইলিশা গুপ্তমুন্সী গ্রামে এই ঘটনা ঘটে। ভোলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার সালিশ বৈঠকে চেয়ারম্যানের করা অপমান সইতে না পেরে অভিমান করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে নিজাম (৪০) নামের এক অটোরিকশা চালক।

স্বজনরা জানান, অটোরিকশা চালক নিজামের সঙ্গে ঝগড়া হয় স্ত্রীর জান্নাতের। সেই জন্য স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দেয় স্ত্রী। শনিবার বিকালে সালিশের জন্য ডেকে নেয়া হয় নিজামকে। সালিশের এক পর্যায়ে তাকে প্রায় দুই শতাধিক লোকের উপস্থিতিতে খুটিতে বেধেঁ রেখে নির্যাতন করেন চেয়ারম্যান।

পরে একপর্যায়ে স্ত্রীর কথায় চেয়ারম্যান ছেড়ে দেয় নিজামকে। সন্ধ্যায় বাড়ি এসে সালিশ বৈঠকে চেয়ারম্যানের করা নির্যাতন ও অপমান সইতে না পেরে অভিমান করে কীটনাশক পান করে নিজাম। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হওয়ায় বরিশাল নেয়ার পথেই মারা যায় নিজাম।

নিহতদের স্বজনের দাবি নির্যাতন সইতে না পেরেই আত্মহত্যা করেছে নিজাম। এদিকে তার মৃত্যুর জন্য স্থানীয় চেয়ারম্যানকে দায়ী করে তার বিচারের দাবি করেন স্বজনরা।

ভোলা জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এছাড়া লাশ ময়না তদন্তশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৬৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।