ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য পরীক্ষা করাতে সরকারি হাসপাতালের লিফটে আটকা ২ দিন

rising sylhet
rising sylhet
জুলাই ১৫, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- স্বাস্থ্য পরীক্ষা করাতে সরকারি হাসপাতালের লিফটে আটকা ২ দিন। রবীন্দ্রন নায়ারের বয়স ৫৯ বছর। স্বাস্থ্য পরীক্ষা করাতে যান একটি সরকারি হাসপাতালে। সেখানে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়। তবে দুদিন পর ওই হাসপাতাল থেকেই বেরিয়ে আসেন তিনি। এই দুদিন তিনি হাসপাতালের একটি লিফটে আটকা ছিলেন।

এনডিটিভির খবর অনুযায়ী, সোমবার (১৫ জুলাই) সকালে ভারতের কেরালার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপি ব্লকের লিফটটি রুটিন কাজের জন্য চালানো হলে রবীন্দ্রন বের হয়ে আসেন। তিনি উলুরের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, রবীন্দ্রন দোতলায় যাওয়ার জন্য লিফটে উঠেন। কিন্তু লিফটটি নিচে নেমে আর খোলেনি। তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। কিন্তু কেউ আসেনি। তার ফোনটিও বন্ধ ছিল।

কর্মকর্তারা বলছেন, সোমবার সকালে লিফট অপারেটর রুটিন কাজের জন্য এটি চালু করার পর বিষয়টি সামনে আসে। এর আগে রোববার রাতে ওই ব্যক্তির পরিবার মেডিকেল কলেজ থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন।

১৩৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।