রাইজিংসিলেট- স্বাস্থ্য পরীক্ষা করাতে সরকারি হাসপাতালের লিফটে আটকা ২ দিন। রবীন্দ্রন নায়ারের বয়স ৫৯ বছর। স্বাস্থ্য পরীক্ষা করাতে যান একটি সরকারি হাসপাতালে। সেখানে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়। তবে দুদিন পর ওই হাসপাতাল থেকেই বেরিয়ে আসেন তিনি। এই দুদিন তিনি হাসপাতালের একটি লিফটে আটকা ছিলেন।
এনডিটিভির খবর অনুযায়ী, সোমবার (১৫ জুলাই) সকালে ভারতের কেরালার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপি ব্লকের লিফটটি রুটিন কাজের জন্য চালানো হলে রবীন্দ্রন বের হয়ে আসেন। তিনি উলুরের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, রবীন্দ্রন দোতলায় যাওয়ার জন্য লিফটে উঠেন। কিন্তু লিফটটি নিচে নেমে আর খোলেনি। তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। কিন্তু কেউ আসেনি। তার ফোনটিও বন্ধ ছিল।
কর্মকর্তারা বলছেন, সোমবার সকালে লিফট অপারেটর রুটিন কাজের জন্য এটি চালু করার পর বিষয়টি সামনে আসে। এর আগে রোববার রাতে ওই ব্যক্তির পরিবার মেডিকেল কলেজ থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন।