raising sylhet
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবকদের মাঝে খাবার বিতরণ করেছে সনাতন ‘৯২ বন্ধু ফোরাম সিলেট

rising sylhet
rising sylhet
আগস্ট ১১, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নগরের জিন্দাবাজার, রিকাবীবাজার ও চৌহাট্টা পয়েন্টে সেইসব স্বেচ্ছাসেবকদের মাঝে খাবার বিতরণ করেছে সনাতন ‘৯২ বন্ধু ফোরাম সিলেট।

সংগঠনের সমন্বয়ক মলয় ভূষণ দত্ত মিঠু জানান, দেশের এই সংকটময় মুহূর্তে তরুনরা দেশের বিভিন্ন প্রান্তে অক্লান্ত পরিশ্রম করে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উচিত তরুনদের পাশে দাঁড়ানো। সবসময় শিক্ষার্থীদের এমন উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার করেন এই সংগঠনের সদস্যরা।

এসময় সংগঠনের সদস্যরা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নয়, সকলেই স্বাধীন দেশের নাগরিক। শিক্ষার্থীদের সাথে নিয়েই দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Advertisements

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনঞ্জয় কুমার দাশ, শেখর দেবনাথ, সঞ্জীব দত্ত টিটু, উত্তম কুমার পাল সনি, সুশান্ত চন্দ ও সজল দেবনাথ।

সড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউটস ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

৮৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।