সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের উপর ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীরা হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আহত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের ছোটভাই খালেদ আহমদ।
তিনি বলেন, হামলার ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যেই কোতোয়ালী মডেল থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভাইয়া (আজিজ) হাসপাতাল থেকে এখন বাসায় বিশ্রামে আছেন।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, মোটরসাইকেল পার্কিং করা নিয়ে মাছিমপুর ও উপশহরের ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তারা স্বেচ্ছাসেবক দল নেতা আজিজসহ ৩ জনকে আহত করে। পরে আজিজের উপশহরের লোকজন মোটরসাইকেলে করে মাছিমপুরে সাবেক কাউন্সিলারের বাসায় হামলা চালায়। তখন এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে তারা ৩১টি মোটরসাইকেল ফেলে চলে যায়। এলাকাবাসী এসব মোটরসাইকেল ভাঙচুর করেন। আহত ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় আহহত আজিজ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আমরা রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পাইনি। দলীয় হিসেবে নয়, স্থানীয় বিষয়ে নিয়েই এলাকাবাসী মিলে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তদন্তের পাশাপাশি অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।
এরআগে শুক্রবার রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন আজিজুল হোসেন আজিজ।
ভিডিও লিংক —-https://www.facebook.com/share/v/1Ag4XYCfuv/