রাইজিংসিলেট- সিলেটে ‘ভালো কাজ’ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দুই মাস আটকে রেখে ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ১১ নং ওয়ার্ডের বহিষ্কৃত সভাপতি আব্দুস সালামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানিকালে আদালতের বিজ্ঞ বিচারক সুমন ভূইয়া এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।
তিনি বলেন, গতকাল র্যাব কর্তৃক তরুণীকে ধর্ষণ মামলায় আটকের পর তারা আসামীকে কোতোয়ালি মডেল থানায় প্রেরণ করে। আজ ধর্ষণ মামলার প্রধান আসামী আব্দুস সালামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৭৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।