ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোনে রয়েছে উন্নত সেন্সর,নিচে তুলে ধরা হলো এমন ৫টি কৌশল

rising sylhet
rising sylhet
জুলাই ৫, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

আধুনিক স্মার্টফোনে রয়েছে উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (অও), এবং ম্যানুয়াল কন্ট্রোলের সুবিধা, যা ব্যবহার করে তুলনামূলকভাবে ডিএসএলআরের মতো মানসম্পন্ন ছবি তোলা সম্ভব। নিচে তুলে ধরা হলো এমন ৫টি কৌশল, যা অনুসরণ করলে স্মার্টফোনেও পাবেন পেশাদার ছবির স্বাদ।

পোর্ট্রেট মোডে নিন পেশাদার ঘরানার ছবি-ডিএসএলআরে যেমন পেছনের ব্যাকগ্রাউন্ড ঝাপসা রেখে বিষয়বস্তু স্পষ্ট করে তোলা যায় (বোকেহ ইফেক্ট), তেমনি স্মার্টফোনেও পোর্ট্রেট মোড দিয়ে এমন ছবির অভিজ্ঞতা পাওয়া সম্ভব। এতে অও প্রযুক্তি বিষয়বস্তুকে আলাদা করে ফেলে এবং পেছনের অংশ স্বয়ংক্রিয়ভাবে ব্লার করে দেয়।

‘প্রো মোড’ বা ম্যানুয়াল সেটিংস ব্যবহার করুন-স্মার্টফোনের প্রো মোড ব্যবহার করলে আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালান্স এবং ফোকাস নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যায়। এতে ছবি তোলার সময় আলো ও রঙের সঠিক সামঞ্জস্য তৈরি করা সহজ হয়। উদাহরণস্বরূপ, কম আলোতে ওঝঙ বাড়িয়ে এবং শাটার স্পিড কমিয়ে ভালো ছবি পাওয়া যায়।

দৃশ্য শনাক্তকরণ ব্যবহার করুন-অনেক স্মার্টফোনেই ‘সিন ডিটেকশন’ ফিচার থাকে, যা স্বয়ংক্রিয়ভাবে বুঝে নেয় আপনি কী ধরনের ছবি তুলছেন—যেমন খাবার, প্রকৃতি, সূর্যাস্ত বা রাতের দৃশ্য। এরপর সেই অনুযায়ী রঙ, কনট্রাস্ট ও উজ্জ্বলতা সামঞ্জস্য করে। ফলে আলাদাভাবে সেটিংস না ঘাঁটিয়েও চমৎকার ছবি তোলা সম্ভব।

ফোকাস নিশ্চিত করুন, লেন্স পরিষ্কার রাখুন-ভুল জায়গায় ফোকাস হলে ছবির মান একদম নষ্ট হয়ে যেতে পারে। স্মার্টফোনে স্ক্রিনে যেখানে ট্যাপ করবেন, ফোকাস সেট হবে সেখানে। তাই গুরুত্বপূর্ণ অংশে ট্যাপ করে সঠিক ফোকাস নিশ্চিত করুন। এছাড়া লেন্সে আঙুলের ছাপ বা ধুলা থাকলে ছবিতে ঝাপসা ভাব আসতে পারে। ছবি তোলার আগে একটি নরম কাপড় দিয়ে লেন্স মুছে নিন।

প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার করুন-আলো ভালো ছবি তোলার মূল চাবিকাঠি। দিনের শুরুর দিকে কিংবা সূর্যাস্তের আগে ‘গোল্ডেন আওয়ার’-এ তোলা ছবিগুলো হয় তুলনাহীন। এসব সময়ের নরম ও উষ্ণ আলো ছবিকে দেয় প্রাকৃতিক সৌন্দর্য। চেষ্টা করুন ফ্ল্যাশ কম ব্যবহার করতে, কারণ এটি ছবির রঙ বিকৃত করে দিতে পারে এবং মুখের ত্বক কৃত্রিম দেখায়।

স্মার্টফোন দিয়ে ছবি তুললেও কিছু সহজ কৌশল মেনে চললে আপনি পেতে পারেন ডিএসএলআরের মতো মানসম্পন্ন ফলাফল। প্রো মোডের নিয়ন্ত্রণ, আলো ব্যবস্থাপনা এবং অও সুবিধাগুলোকে কাজে লাগিয়ে তৈরি করুন প্রফেশনাল লুকের ছবি একদম আপনার হাতের মুঠোফোন দিয়েই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।