raising sylhet
ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স ন্ত্রা সী হা ম লা য় আহত ছাত্রলীগের সাবেক সভাপতি

rising sylhet
rising sylhet
এপ্রিল ৩, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মুমিম জাহেদ।

রোববার বিকেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় আব্দুল মুনিম জাহেদ বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে অঙ্গাতনামা ৩/৪ জন দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে কুলাউড়া থেকে জাহেদ মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে রাউৎগাঁও স্থানীয়ও পীরের বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা মামলার প্রধান আসামি সোহেল আহমেদ ও  ৩/৪ জন তার মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় কোনোকিছু বুঝে ওঠার আগেই জাহেদ’কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর শুরু করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত সোহেল আহমেদ বলেন মারামারি বিষটা সত্য কিন্তু আমি মারি নি সে আমাকে আগে মেরেছে পরে আমরাও তাকে মেরেছি।

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ  বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। জাহেদ আমাকে মৌখিক অভিযোগ করছেন পক্ষ আসলে বিষয়টি সমাধানে চেষ্টা করবো।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশানু বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

১২১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।