ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হজে ২৯ বাংলাদেশির মৃ ত্যু, দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ হাজি

rising sylhet
rising sylhet
জুন ১৬, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে চলতি বছর ২৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা ও আরাফায় মারা যান তারা। অন্যদিকে পবিত্র হজ সম্পন্ন করে ইতোমধ্যে দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন হাজি। সোমবার (১৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, রোববার (১৫ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ২৩ হাজার ৬৫৯ জন। মোট ৬০টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৪ হাজার ১৭৬ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৩ জন হাজি দেশে ফিরেছেন।

অন্যদিকে দেশে ফেরা হজের ৬০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৭ হাজার ৪৬১ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ৯ হাজার ৪১৮ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৬ হাজার ৭৮০ জন হাজি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ২৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। এরমধ্যে ১৯ জন মক্কায়, ৯ জন মদিনায় এবং একজন আরাফায় মারা যান।

এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমান। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।

অন্যদিকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদির উদ্দেশে পাড়ি জমায় গত ১ জুন। পুরো এই সময়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান। পরবর্তীতে গত ৫ জুন পবিত্র হজ পালন শেষে গত মঙ্গলবার (১০ জুন) হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।