ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন

rising sylhet
rising sylhet
নভেম্বর ৯, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নতুনভাবে দায়িত্ব পেয়েছেন আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান হবিগঞ্জের ডিসি ড. মো. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ২৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর নতুন দায়িত্বের সঙ্গে আরও ১৪টি জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—

বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান (নতুন দায়িত্ব: নোয়াখালী)

ভোলার ডিসি মো. আজাদ জাহান (নতুন দায়িত্ব: গাজীপুর)

বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম (নতুন দায়িত্ব: ঢাকা)

সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম (নতুন দায়িত্ব: গাইবান্ধা)

খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান (নতুন দায়িত্ব: বগুড়া)

এ ছাড়া আরও কয়েকজন কর্মকর্তা নতুনভাবে ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন—
সন্দ্বীপ কুমার সিংহ (বরগুনা), আমিনুল ইসলাম (সিরাজগঞ্জ), আব্দুল্লাহ আল মাহমুদ (মাগুরা), আবু সাঈদ (পিরোজপুর), মিজ আফরোজা আখতার (সাতক্ষীরা), গোলাম মো. বাতেন (বাগেরহাট), স. ম. জামশেদ খোন্দকার (খুলনা), ইকবাল হোসেন (কুষ্টিয়া) এবং ডা. শামীম রহমান (ভোলা)।

এই নিয়োগের মাধ্যমে প্রশাসনে নতুন রদবদল ঘটল, যা মাঠ প্রশাসনে কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।