ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের নবীগঞ্জে টিলা ধসে ক্ষতিগ্রস্ত বসতঘর, আহত ১০

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টিলা ধসে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন পরিবারের দশজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মীর টিলা ধসে এ ঘটনা ঘটে।

এদিকে টিলা ধসের খবরে দিনারপুর পরগনার তিনটি ইউনিয়নের পাহাড়-টিলার পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগণা দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়ন নিয়ে গঠিত। মুষলধারায় বৃষ্টি হলেই পাহাড়-টিলার পাদদেশে বসবাসরত বাসিন্দাদের ঝুঁকি বেড়ে যায়। টানা বৃষ্টির ফলে শুক্রবার ভোরে গজনাইপুর ইউনিয়নের বনগাঁও মীর টিলার মাটি ধসে পড়ে। এতে ওই টিলার পাদদেশে বসবাসকারী হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সামান্য আহত হয়েছেন তিন পরিবারের দশজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

টিলা ধসে ক্ষতিগ্রস্ত হিরা মিয়া বলেন, ‘মুষলধারে বৃষ্টি হলেই আমরা যারা পাহাড়-টিলার নিচে থাকি তাদের মধ্যে আতঙ্ক থাকে। শুক্রবার ভোরে হঠাৎ মীর টিলার মাটি ধসে আমার ঘরসহ তিনটি ঘর ভেঙে যায়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে।’

খবর পেয়ে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন বলেও জানান তিনি। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

দ্রুতই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবেও বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।