• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হবিগঞ্জে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৩

হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) উদ্যোগে ৩০০ জন অস্বচ্ছল নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ শহরের শিরিষতলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি।

বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) হবিগঞ্জের সভাপতি সফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমুখ।

হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান শামীম জানান, এফবিসিসিআই ও হবিগঞ্জ চেম্বারের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগে বিভিন্ন মাধ্যমে জেলা শহরে অসহায়দের একটি তালিকা তৈরি করা হয়।

তারপর এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বার পড়া হয়েছে।