ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে এতিমদের মধ্যে খাবার বিতরণ

rising sylhet
rising sylhet
মার্চ ১৫, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

উপলক্ষে হবিগঞ্জ শহরের হলি ক্রিসেন্ট ল্যাবরেটরি স্কুলে হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী সুমনের উদ্যোগে বুধবার (১৫ মার্চ) দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে স্কুলের ছাত্র ছাত্রী এবং এতিম শিশুদের মধ্যে তৈরি খাবার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর সভার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, নাতিরাবাদের পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক টেনু, বিশিষ্ট মুরুব্বী আমিরুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি রফিক মিয়া, বিশিষ্ট মুরব্বি ফরিদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরুব্বী হাজী মোহাম্মদ রহমত উল্লাহসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এতিমখানার ছাত্ররা।

উল্লেখ্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সহধর্মিনী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শেখ ফজলে শামস পরশের মাতা শহীদ আরজু মনি সেরনিয়াবাদ এর ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।

১২৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।