ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গ্রেপ্তার ছাত্র আ ন্দো ল নে র সাবেক নেতা

rising sylhet
rising sylhet
জুলাই ৮, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এনামুল হাসান ওরফে সাকিব (২৪) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (গতকাল) রাতে শহরের চৌধুরী বাজারের কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সেনাবাহিনীর একটি দল।

গ্রেপ্তার হওয়া এনামুল সদর উপজেলার উমেদনগর গ্রামের বাসিন্দা। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অভিযোগের ভিত্তিতে তাঁকে সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, এনামুল হাসান সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন। এ ঘটনায় মাহাদী বাদী হয়ে গত ১১ মে সদর থানায় একটি মামলা করেন, যাতে এনামুল প্রধান আসামি হিসেবে নাম উঠে আসে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান, এনামুল দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদাবাজি ও অন্যান্য অনিয়মের অভিযোগও রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় তাঁকে আটক করা সম্ভব হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।