
রাইজিংসিলেট- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি এলাকায় কৃষিজমি সংক্রান্ত বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে হামলার শিকার হওয়ার পর রবিবার (২৩ নভেম্বর) ভোরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত মাহফুজ মিয়া পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।
পুলিশের তথ্যমতে, হাওরের জমিতে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে মাহফুজ মিয়া ও একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শনিবার রাতের দিকে পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর–পৈলারকান্দি সড়কের একটি কালভার্টের কাছে মাহফুজকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, কৃষিজমির বাঁধ নিয়ে বিরোধের সূত্র ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।