নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
রোববার সকালে নিমতলা প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর আগে জাতির পিতা ও তার পরিবারের প্রতি শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন।
১৪৪ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।