হবিগঞ্জে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে (১০ মার্চ রেববার) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর পরিচালনায় ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সকল অথিতিবৃন্দদের সাথে নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৫ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটেন এবং সত্য তথ্য নির্ভর এবং বাস্তব সম্মত সংবাদ পরিবেশনের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, এডভোকেট রুহুল হাসান শরীফ, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭১ টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ্রীকান্ত গোপ, দৈনিক যায়যায় দিনের হবিগঞ্জ প্রতিনিধি নুরুল হক কবির, এসএ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফল সেলিম, গ্লোবাল টিভির প্রতিনিধি এমএ আজিজ সেলিম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, দৈনিক আজকের পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সহিবুর রহমান, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ সালিক আহমেদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী, কলকাতা টিভির হবিগঞ্জ প্রতিনিধি সুশীল চন্দ্র দাস, দৈনিক সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি শাহ আলম, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান শায়েল, জুয়েল চৌধুরী, এম সজলু, এইচএম হেলিম, শাওন খান প্রমুখ।