 
রাইজিংসিলেট- শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুশিয়ারতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত আরও ৫০ জন।
নিহত জাহাঙ্গীর মিয়া (৩৫) ওই গ্রামের ধলাই মিয়ার ছেলে। বুকে টেঁটাবিদ্ধ হয়ে তিনি মারা যান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের সাবেক মেম্বার আজমান মিয়া ও একই গ্রামের কাছম আলীর লোকজনের সঙ্গে একটি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
এদিকে, আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় হাসপাতাল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান জানান, বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। কিন্তু আহতরা হাসপাতালে এসেও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আমরা তাদেরকে শান্ত করি এবং আহতদের হাসপাতালে ভর্তি করি।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                