হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় একটি বাসায় ঢুকে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রের নাম জনি দাস (১৭)। একই ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই জয় দাস, যিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে। নিহত জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের শেষ দিকে কিছু অপরিচিত লোক নির্দন দাসের বাড়িতে ঢোকে। বিষয়টি আঁচ করতে পেরে জনি একজনকে আটকানোর চেষ্টা করে। তখন তাকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে জয় দাসকেও ছুরিকাঘাত করা হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জয় দাসের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয়রা এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। তাদের দাবি, এটি সাধারণ চুরির ঘটনা নয়—জনিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”