রাইজিংসিলেট- বাবা-মার বকুনি, অভিমানী কিশোরের কান্ড। হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাবা মার বকুনীর জেরে অভিমানে গাছের সাথে ফাঁ স দিয়ে সজিব মিয়া (১৫) নামে এক কিশোর আত্ম হ ত্যা করেছে। শনিবার (৫ আগষ্ট) রাত আনুমানিক দশ টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। আত্মহননকারী সজিব মিয়া রসুলপুর গ্রামের পাগলা বাড়ীর শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সজিবের বাবা একজন দিন মজুর। সজিবও বিভিন্ন সময়ে মাছধরা সহ বিভিন্ন কাজ করে সংসারে সাহায্য করতো। বিগত কয়েকদিন যাবত সজিব কাজে না যাওয়ায় তার বাবা মা শনিবার বিকালে তাকে গালমন্দ করেন। এতে কিশোর সজিবের মনে অভিমানের সৃষ্টি হয়। এর জের ধরেই শনিবার রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে সজিব আত্মহত্যা করেন৷ রাতে গাছের সাথে সজিবকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
২৭ বার পড়া হয়েছে।