রাইজিংসিলেট- হবিগঞ্জে ৬-১১ মাস বয়সী ৪১ হাজার ২২৬ শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৩৬৮ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ১২ ডিসেম্বর থেকে জেলার ৯ উপজেলায় ১ হাজার ৮৮৬ কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে খাওয়ানো ভিটামিন এ ক্যাপসুল।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সভাকক্ষে প্রেসব্রিফিং-এ এসব তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।