ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৪ ঘণ্টার জামিনে স্ত্রীর জানাজায় বিএনপি নেতা

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৪, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- পুলিশের দায়ের করা মামলায় প্যারোলে ৪ ঘণ্টার জন্য জামিন পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ লস্কর।

সোমবার (১৩ নভেম্বর) বানিয়াচং উপজেলা আমিরখানী হাফিজ খানা মাঠে বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আসামির আইনজীবী হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি নেতা হারুন রশীদ লস্করের স্ত্রী।’

সোমবার জানাজায় অংশ নেওয়ার জন্য হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্যারোলে জামিনের আবেদন করা হয়। এতে জামিন আবেদন মঞ্জুর করেন।

এরপর ধুলিয়াখালস্থ হবিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশের একটি দল তাকে বানিয়াচং নিয়ে যায়। সেখানে দাফন-কাফনের পর আবারও কারাগারে ফিরিয়ে আনা হয়।

বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ বলেন, ‘মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় হারুন রশীদ লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ অসুস্থ। গত ২৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

৩৪২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।