নাতিরপুর ও বাতিরপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় এক্সেভেটরের মাধ্যমে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, ওই এলাকায় সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন রেল লাইন সহ আশেপাশের জায়গায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্থাপনা বানিয়ে দখল করে রেখেছিল একটি মহল। এরই প্রেক্ষিতে সরকারি জায়গা উদ্ধারে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক স্থাপনা এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।
তিনি জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সড়ক ও জনপথ বিভাগ ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
৭১ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।